Welcome - n-Vale International School & College

এন-ভেল্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আপনাকে স্বাগতম:

এন-ভেল্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের অদূরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জোড়পুলের ভরারী নতুনপাড়ায় অবস্থিত। আধুনিক বাংলাদেশ গঠন ও সার্বজনীন শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি সুপরিকল্পিতভাবে সুনির্দিষ্ট জ্ঞান প্রয়োগে দৃঢ় প্রতিজ্ঞ। আধুনিক শিক্ষা ও বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা ‘জ্ঞানের মাধ্যমে পথ প্রদর্শন’ ব্রত নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের টপ স্কলার্স দ্বারা পরিচালিত হওয়ায় অতি সহজেই ছাত্র-ছাত্রীরা তাদের জীবনের সুনির্দিষ্ট লক্ষ অর্জনে সক্ষম হবে বলে আমরা আশা করি। এতে ছাত্র-ছাত্রীরা যেমন নিজেকে বিকাশ করতে পারবে তেমনি দেশ ও জাতির জন্য বিশ্বের দরবারে কাঙিক্ষত সুনাম অর্জন করতে পারবে। এন-ভেল্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর মূলনীতি হল - “জাতি গঠনের নিমিত্তে আধুনিক ও বাস্তবসম্মত শিক্ষা প্রদান”।

Our Values :

  • We care
  • We are co-operative
  • We are truthful and trustworthy
  • We are inclusive
  • We are respectful
  • We are responsible

 

প্রতিষ্ঠানটির ভিশনঃ

আমাদের ভিশন হচ্ছে দক্ষ, যত্নশীল এবং উৎসাহব্যঞ্জক শিক্ষামূলক পরিবেশ প্রদান করা যেখানে প্রত্যেক শিশুই অর্জন করবে উৎকৃষ্ট মানের শিক্ষা । আর এর মাধ্যমেই আশা করি একটি সুন্দর সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রতিষ্ঠানটির মিশনঃ

এন-ভেল্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বিশ্বাস করে যে, প্রত্যেক শিশু একটি প্রতিভা, প্রত্যেক শিশুর সৃষ্টি করার ক্ষমতা যেমন রয়েছে তেমনি প্রতেক শিশুরই সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই বিশ্বাসকে ধারণ করে এন-ভেল্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রতিটি শিশুর প্রয়োজনকে সম্মান করে, যত্ন সহকারে লালন-পালন করে এবং প্রত্যেক শিশুর উন্নতির জন্য তার সামাজিক, আত্মিক, নৈতিক, আবেগীয়, শারীরিক ও বুদ্ধিবৃত্তি সংক্রান্ত শিক্ষার উপর গুরুত্ব প্রদান।    

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

এন-ভেল্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য হলোঃ
১. সহযোগীতামূলক, উৎসাহব্যঞ্জক এবং অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা অর্জন।
২. দায়িত্বশীল, নিষ্ঠাবান এবং স্বচ্ছ মানুষ হিসেবে প্রস্তুতকরণ।
৩. প্রাইমারি ও সেকেন্ডারি
শিক্ষাস্তরে উদার, সমন্বিত এবং উৎকৃষ্ট শিক্ষা প্রদান।

একাডেমিক ক্যালেন্ডারঃ

এন-ভেল্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ একটি সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হয়। একাডেমিক বর্ষ শুরু হয় জানুয়ারি মাসে যা সমাপ্তি হয় ডিসেম্বর মাসে। প্রত্যেক বর্ষ দুইটি পর্ব বা সেমিস্টারে বিভক্ত থাকে। মাসিক এবং পর্ব বা সেমিস্টার পরীক্ষা একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অনুষ্ঠিত হবে।

একাডেমিক কারিকুলাম বা পাঠ্যসূচিঃ  

এন-ভেল্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবোর্ড নির্ধারিত একাডেমিক কারিকুলাম অনুসরণ করে। পাশাপাশি  পরিবর্তনশীল বিশ্বের সাথে ছাত্র-ছাত্রীদের যুগপোযোগী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়।

সহ শিক্ষা কার্যক্রমঃ

এন-ভেল্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সহ শিক্ষা  কর্মকান্ডকে গুরুত্বের সাথে বিবেচনা করে। শিক্ষার্থীদের জ্ঞানের উৎকর্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরণের উপলক্ষ্যকে কেন্দ্র করে নিয়মিতভাবে শিক্ষামূলক মেলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আর্ট প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, গল্প বলা সহ  নানাবিধ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নিয়ম-শৃঙ্খলাঃ

এন-ভেল্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ তার ছাত্র-ছাত্রীদের মাঝে Self Discipline ধারণাটি জাগ্রত করবে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম-কানুন অবশ্যই পালন করতে হবে। অত্র প্রতিষ্ঠান যে কোন ছাত্র-ছাত্রীকে নিয়ম-শৃঙ্খলা এবং প্রতিষ্ঠান বিরোধী কর্মকান্ডের জন্য বহিস্কার অথবা  শাস্তি প্রদানের অধিকার রাখে।